বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

থানা থেকে লুট করা পিস্তলসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৭.৫৪ পিএম
  • ১১২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

পাহাড়তলী থানা পুলিশের লুণ্ঠিত পিস্তলসহ তালিকাভুক্ত সন্ত্রাসী সাইদুর রহমান মাসুম ওরফে ব্লেড মাসুমকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চার রাউন্ড গুলিসহ দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

অভিযানে উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি ২০২৪ সালের ৫ আগস্ট পাহাড়তলী থানায় হামলা ও লুটপাটের সময় সন্ত্রাসীদের হাতে চলে গেছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগর পুলিশ ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিএমপির পশ্চিম জোনের উপপুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া।

তিনি বলেন, ‘বুধবার (১৮ জুন) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে পাহাড়তলী থানাধীন জেলে পাড়ার রানী রাশমনিঘাট ওভারব্রিজের নিচে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনকদের তল্লাশি করা হয়। পায়ে হেঁটে ব্লেড মাসুম জেলে পাড়া রাশমনিঘাট হয়ে পূর্ব দিকে সাগরিকা রোড চৌরাস্তার দিকে যাওয়ার সময় দায়িত্বরত তাকে দাঁড়ানোর নির্দেশ দেয়। কিন্তু সে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে আটক করে।’

তিনি আরও বলেন, ‘পরে তার দেহ তল্লাশি করে একটি ৭ দশমিক ৬২ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার সাইদুর রহমান মাসুম প্রকাশ ব্লেড মাসুম পাহাড়তলী থানাধীন জুম্মা সওদাগরের বাড়ির মো. আবুল কালামের ছেলে।’

উপপুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, ‘উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি ব্যবহার করে পাহাড়তলী থানা এলাকাসহ নগরীর বিভিন্ন থানা এলাকায় অন্ধকার নির্জন স্থানে চলাচলরত পথচারী, অটোরিকশাচালকদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল সাইদুর রহমান মাসুম প্রকাশ ব্লেড মাসুম। এ ছাড়াও পাহাড়তলী থানাধীন টোল রোড এলাকায় দিয়ে বিদেশ যাত্রী, পতেঙ্গা সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটক, চট্টগ্রাম বন্দর থেকে আসা বিভিন্ন লরি, ট্রাক, কাভার্ডভ্যানের গতিবিধি লক্ষ করে অস্ত্র-গুলি ও ছোরার ভয় দেখিয়ে তাদের কাছে থাকা বিভিন্ন পণ্য, নগদ টাকা, মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com