রাজধানীর মিরপুর এলাকায় কাপড় কিনতে এসে মো. ফারুক (৪৩) নামে এক ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিন লাখ টাকা খুইয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২২ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী ফারুকের ভাগনে তরিকুল ইসলাম বলেন, আমার মামা সাভারের জিরাবো বাজার এলাকায় কাপড়ের ব্যবসা করেন। সকালে কাপড় কেনার জন্য তিন লাখ টাকা নিয়ে মিরপুরে আসেন তিনি।
তিনি বলেন, এসেই মামা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পরে আমি খবর পেয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি আছেন। মামার কাছে থাকা কাপড় কেনার তিন লাখ টাকা নিয়ে গেছে প্রতারক চক্রটি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মিরপুর থেকে এক ব্যবসায়ীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। চিকিৎসক তাকে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ওই ব্যক্তির ভাগ্নে আমাকে জানান, তিনি একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। তার কাছে থাকা কাপড় কেনার তিন লাখ টাকা নিয়ে গেছে প্রতারক চক্রটি।