মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

আমেরিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ৪.৩৬ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের রাজধানী ও সর্বাধিক জনবহুল শহর আটলান্টায় ডাকাতের গুলিতে আবু সালেহ মাহফুজ আহমেদ (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৫ জুন) স্থানীয় সময় রাত ২টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। 

নিহত আবু সালেহ মাহফুজ আহমেদ নোয়াখালীর পৌরসভার ৫নং ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকার আবু তাহেরের ছেলে। তার স্ত্রীসহ ৮ বছরের একটি কন্যা ও ৩ বছরের ছেলে সন্তান রয়েছে। মাহফুজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের ভাগিনা হাসানুজ্জামান বিজয়  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাহফুজ আহমেদ খুব পরোপকারী ও ভালো মনের মানুষ ছিলেন। সব সময় হাসিখুশি থাকতেন। বুধবার (১৫ জুন) স্থানীয় সময় রাত ২টার দিকে ডাকাতরা উনার দোকানে ডাকাতি করে। এরপর উনাকে গুলি করে হত্যা করে।

হাসানুজ্জামান বিজয় আরও বলেন, বর্তমানে স্থানীয় পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন। দোষীদের খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছেন।
দুপুরে স্থানীয় ডোরভিলের আত তাক্বওয়া মসজিদে জানাজা শেষে নিউটন কাউন্টি নামক একটি মুসলিম কবরস্থানে দাফন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com