দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। এই সিরিজে সাকিব আল হাসান খেলবেন ধরে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন নির্বাচকরা। পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব যেহেতু ছুটি চেয়ে আবেদন বা না খেলার ইচ্ছের কথা এখনো বোর্ডকে জানাননি, সেহেতু সাকিব খেলবেন বলেই ধরে নিচ্ছেন নির্বাচক আব্দুর রাজ্জাক।
আজ সোমবার মিরপুরে সংবাদমাধ্যমকে রাজ্জাক বলেন, ‘যেহেতু না করা হয়নি, তার পক্ষ থেকে কোন রকম না আসেনি, তো আমরা ধরে নিচ্ছি সে খেলবে। গত সিরিজেও সে খেলতে গিয়েছিল এবং যথেষ্ট যৌক্তিক কারণে সে চলে এসেছে। সে মানসিকভাবে অনেক শক্ত বলেই যে ওই অবস্থা থেকেও খেলে এসেছে। যেহেতু না করেনি তো ধরে নিচ্ছি সে খেলবে।’
এদিকে ইনজুরির কারণে দুই পেসার তাসকিন আহমেদ আর শরিফুল ইসলামকে লঙ্কা সিরিজে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তারা শেষপর্যন্ত না খেলতে পারলে বিকল্প ভাবতে হচ্ছে তিন সদস্যের নির্বাচক প্যানেলকে।
রাজ্জাক বলছিলেন, ‘সেরা পেসারদের না পাওয়ার কারণে চাপ আছে। এখনও যে রকম অবস্থা তাতে ওদের মিস হবে কিনা সেই নিশ্চিত রিপোর্ট আসেনি। যদি এমন কিছু হয় তবে এটা তো একটু দুশ্চিন্তারই কারণ ওরা দুজন সব ফরম্যাটেই ভাল করে আসছে। তো যদি ওরা না খেলে সেখানে আমাদের একটু সমস্যা হলেও হতে পারে। যদি মিস করে তাহলে স্বাভাবিক ভাবেই বিকল্প নিয়ে ভাবতে হবে। যদি ওরা না পারে খেলতে তাহলে বাকি যারা আছে এটা তাদের জন্য বড় সুযোগ।’
সেক্ষেত্রে কী আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে ফিরিয়ে আনা হয়ে পাতে? তেমনটা অবশ্য মনে করছেন না রাজ্জক, ‘সব বোলাররাই, যত পেস বোলার আছে সবাই একটা লিস্টে আছে। যেহেতু ওকে ছুটি দেয়া হয়ে সেখানে একটা টুর্নামেন্টের মধ্য থেকে টেনে আনা সেটা জানি না, এটা ঠিকও হবে না বলে মনে হচ্ছে আমার।’