স্বাধীনতা দিবসের দিনে বাংলাদেশের অ্যাথলেটিক্সে তিনটি ব্রোঞ্জ এসেছে। ভারতের নাগাল্যান্ডে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন পর্যন্ত তিনটি ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছে।
অনূর্ধ্ব ২০ পুরুষ ও নারী দলগত উভয় ইভেন্টে বাংলাদেশ ব্রোঞ্জ জয়লাভ করে। রিংকি বিশ্বাস ব্যক্তিগত ৬ কিলোমিটার ইভেন্টে ব্রোঞ্জ জেতেন।
ভারতের নাগাল্যান্ড থেকে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৩টি ব্রোঞ্জ জিতেছি। আরো দুটি ইভেন্টের খেলা রয়েছে।’