বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ভেন্যু নিয়ে জটিলতা কাটছেই না। সাত ভেন্যু থেকে এখন ২ ভেন্যুতে নেমেছে । সেই দুই ভেন্যুর মধ্যে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ স্টেডিয়াম নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে।
টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম মুলত আরচ্যারির জন্য। এই ভেন্যুতে আরচ্যাররা নিবিড় অনুশীলন করে। বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় খেলা আরচ্যারি। টোকিও অলিম্পিকসে রোমান সানা সরাসরি কোয়ালিফাই করেছেন।
আরচ্যারদের সেই ভেন্যুতে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের সিংহভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে। ফলে এতে আরচ্যারির অনুশীলন ও নানা কর্মকান্ডে ব্যঘাত ঘটবে। আজ বুধবার বিকেলে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন এই সংক্রান্ত বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।
গত প্রিমিয়ার লিগেও এই ভেন্যু নিয়ে আরচ্যারি ও ফুটবল ফেডারেশনের মধ্যে একটা সমস্যা হয়েছিল। শেষ পর্যন্ত প্রিমিয়ার ফুটবল লিগের কয়েকটি ম্যাচ ওই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল। এখন মাত্র দুই ভেন্যু হওয়ায় এখানে অনেক ম্যাচ থাকবে। এ নিয়ে বড় শঙ্কা আরচ্যারি ফেডারেশনের।
আগামীকাল থেকে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের আসর শুরু হওয়ার কথা। ৪৮ ঘন্টা কম সময়ের আগে বসুন্ধরা কিংসের ভেন্যু বাতিল হওয়ায় এখনো আলোচনা-সমালোচনা চলছে। এখনো গণমাধ্যমে বাফুফে ফিকশ্চার দিতে পারেনি৷ এরই মধ্যে টঙ্গী ভেন্যু নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে।