এএফসি প্রো লাইসেন্সের তৃতীয় মডিউলের দ্বিতীয় দিন আজ। দ্বিতীয় দিনের প্রথম সেশন শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার মাধ্যমে। তিনি মারুফ, টিটু, ল্যামোসদের ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে ঘণ্টা দেড়েক কথা বলেছেন।
ইমোশনাল ইন্টেলিজেন্স উচ্চতর পারফরম্যান্সের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন জাতীয় দলের নতুন কোচ, ‘পারফরম্যান্সের সঙ্গে ইমোশনের ঘনিষ্ঠ যোগাযোগ। এই ইমোশনের উপর পারফরম্যান্স নির্ভর করে। কোচদের বুদ্ধিমত্তা দিয়ে নিজ দলের ও প্রতিপক্ষের খেলোয়াড়-কোচের ইমোশন বিশ্লেষণ করতে হয়।’
হ্যাভিয়ের ক্যাবরেরার উয়েফা প্রো লাইসেন্স রয়েছে। এএফসি প্রো লাইসেন্স কোচিং কোর্সে বাংলাদেশের ব্রিটিশ টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির অনুরোধে তিনি একটি সেশন পরিচালনা করেন। পাঁচ দিন ব্যাপী আয়োজিত এই তৃতীয় মডিউল শেষ হবে ২ ফেব্রুয়ারি।