করোনা পজিটিভের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। দেশের অন্যান্য খাতের মতো ক্রীড়াঙ্গনেও পজিটিভের সংখ্যা বাড়ছে । বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ গতকাল সোমবার করোনায় আক্রান্ত হয়েছেন।
ইউসুফ চট্টগ্রামে নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। প্রচন্ড মাথা ব্যথা অনুভব করায় গত পরশু দিন করোনা পরীক্ষা করান এবং গতকাল পজিটিভ রিপোর্ট পান।
ইউসুফের পাশাপাশি করোনা পজিটিভ বর্ষীয়ান ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ মোজাফফর হোসেন পল্টু। স্বাধীনতাত্তোর ক্রিকেট বোর্ডের প্রথম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু নিজ বাসাতেই চিকিৎসাধীন রয়েছেন৷ আরেক অভিজ্ঞ সংগঠক অ্যাথলেটিকস ফেডারেশনের সহ-সভাপতি ফারুকুল ইসলাম শুক্রবার করোনা পজিটিভ হয়েছেন।