সিএনএম প্রতিনিধিঃ
র্যাব- ১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানা এলাকায় এশটি বিশেষ অভিযান পরিচালনা করে ০১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ কাওছার (১৯) ।
এসময় তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি সুইজ গিয়ার চাকু, ০২টি ছিনতাইকৃত মোবাইল ও ০১টি আসামীর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২০ মে) আনুমানিক ১২:৪৫ ঘটিকায় র্যাব- ১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন ছিনতাইকারী গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রাসেল (২৮) ।
এ সময় তার নিকট থেতে ছিনতাই কাজে ব্যবহৃত ০১ টি সুইজ গিয়ার চাকু, ০১ টি ব্লেড, ০১ টি মোবাইল ও নগদ ২২৫/- টাকা উদ্ধার করা হয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবত দক্ষিন কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ছিনতাই মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।