মিথ্যে ভুলের জোয়ারে
লেখনীতে- জাহাঙ্গীর বারী
বিশ্বাসের ভিত্তি যেখানে নড়বড়ে,
সেখানে তুমি তো যাবে ছেড়ে।
এরই নাম ভাগ্যের পরিহাস,
আর তোমার উপহাস।
মিথ্যে ভুলের জোয়ারে,
আজ আমি অবিশ্বাসের খোঁয়াড়ে।
কিছু ভুল নিয়ে যায় বহুদূরে,
পালিয়ে যায় ভালোবাসা উড়ে উড়ে।
ভালোবাসা উড়ে অন্য গগনে,
বিচরণ করে নতুন এক ভুবনে।
অবিশ্বাসের মাঝে টিকে না ভালোবাসা,
থাকে না কোনো নিবিড় প্রত্যাশা।
অহেতুক ভালোবাসে যাওয়া,
আর অপ্রাপ্তির ফলাবর্তন পাওয়া।
মিছে ভুল সৌন্দর্যে অতুল,
শুধু ভেঙ্গে যায় ভালোবাসার তরীর মাস্তুল।
আশা গুলো আঁধারে খেলে,
সবকিছু করে দেয় এলেবেলে।
অবিশ্বাসের দোলায় চড়ে,
ব্যক্তিত্বটাও হয়ে যায় নড়বড়ে।
ভালোবাসা দিয়েছে ফাঁকি,
হারানোর কিছু আর রইল না বাকি।
অবিশ্বাস নিয়েছে সবকিছু কেড়ে,
জীবন খেলায় গেলাম আমি হেরে।
#বারী_ও_নীল_কাব্য