বাংলাদেশ কৃষক লীগের ৫০তম (সুবর্ণজয়ন্তী) প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭২ সালের ১৯ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি গড়ে তোলেন। প্রতিষ্ঠাকালীন থেকে কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে সংগঠনটি।
সোমবার কৃষক লীগের দফতর সম্পাদক রেজাউল করিম রেজার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষক লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রতিষ্ঠাকালীন সব নেতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।