সিএনএমঃ
রাজধানীর কামরাঙ্গীরচরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অপরাধে তিনটি পলিথিন কারখানা সিলগালা ও ১০০ টনের অধিক নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কামরাঙ্গীরচর এলাকার ব্যাটারিঘাট ও মাদবর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব কারখানা সিলগালা ও পলিথিন জব্দ করা হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথাযথ ও সমুন্নত রাখতে সার্বিক সহযোগিতা প্রদান করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অপেক্ষা করে কামরাঙ্গীরচর এলাকায় কতিপয় অসাধু কারখানা মালিক পলিথিন উৎপাদন ও বাজারজাত করছিলো। এসব অবৈধ পলিথিন কারখানার বিরুদ্ধে আজ পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে কামরাঙ্গীরচরের ব্যাটারিঘাট এলাকায় দুটি ও মাদবর বাজার এলাকায় একটি পলিথিন কারখানা সিলগালা করা হয়। এ সময় ১০০ টনের অধিক নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
ডিসি তালেবুর রহমান বলেন, লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিনের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তার জন্য আইনশৃঙ্খলা রক্ষার্থে দুই প্লাটুন পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং তাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্রিফিং প্রদান করা হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লালবাগ বিভাগের লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোয়েব আহমেদ খান, লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার জুয়েল চাকমা এবং কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।