সিএনএমঃ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে আগ্নেয়াস্ত্রসহ বিকাশ গ্রুপের প্রধান সন্ত্রাসী খালেদ হাসান ওরফে বিকাশ (৩০) কে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার পুলিশ উপজেলার বাঘড়া বাসুদেব মন্দির এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সে শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া গ্রামের কাশেম মোড়ল এর ছেলে। এলাকাবাসী জানায় দোহার নবাবগঞ্জ ও শ্রীনগর উপজেলার মধ্যবর্তী অঞ্চল আরিয়াল বিল সহ বাঘড়া পদ্মা নদীর চর এলাকায় বিকাশের নিজস্ব একটি বাহিনী রয়েছে। দীর্ঘদিন ধরে এ বাহিনী এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, বিকাশ গ্রুপের প্রধান বিকাশকে দেশীয় তৈরি রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়েছে, এছাড়া অভিযানে একাধিক দেশিও অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে শ্রীনগর,দোহারসহ বিভিন্ন থানার অস্ত্র ও ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি সহ ১০ মামলা রয়েছে।