সিএনএমঃ
রহমান বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো বাস্তবভিত্তিক এবং মৌলিক সংস্কার চাই। সংস্কারের সঙ্গে সঙ্গে বর্তমান সরকার যেন নির্বাচনের রোডম্যাপ দেয়। তবে রোডম্যাপ দেওয়ার আগে উপযুক্ত ও পরিণত বয়স যাদের হয়েছে তাদের সকলের ভোটের তালিকা নিশ্চিত দেখতে চাই।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে খুলনার কয়রার কপোতাক্ষ কলেজ ময়দানে উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের সন্তানরা তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি, ভোটের প্রতি ঘৃণা সৃষ্টি হয়েছিল। ভোটের সেই অধিকার তারা আমাদের ফিরিয়ে দিয়েছে, এজন্য আমরা তাদের স্যালুট জানাই। তাদের সকলের ভোট নিশ্চিত করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে সকলের ভোট তুলতে হবে। এ ছাড়া আমাদের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা লড়াই করেছে, যুদ্ধ করেছে সেই প্রবাসীদেরও ভোট নিশ্চিত করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের যে প্রবাসীরা আছে, তাদের সকলের ভোটের তালিকা সম্পন্ন হওয়ার পরেই নির্বাচন দিতে হবে। তাহলে সকল যোদ্ধার মতের প্রতিফলন হবে ইনশাআল্লাহ।
উপজেলা আমির মাওলানা মোক্তার হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শেখ সিরাজুল ইসলামের পরিচালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনার সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনা মহানগরীর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, জেলার সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গাওসুল আযম হাদী, খুলনা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি বেলাল হোসাইন রিয়াদ ও সেক্রেটারি আবু ইউসুফ ফকির।