সিএনএমঃ
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। তিনি ২০২৫ মেয়াদে সংগঠনটির গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালন করবেন। তিনি এর আগে সংগঠনের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ইসলামী ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে নির্বাচিত সভাপতির নাম ঘোষণা করা হয়। এর আগে ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে গতকাল (সোমবার) রাত ৯টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন।
সকাল ৮টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন শুরু হয়। দীর্ঘ ১৪ বছর পর প্রকাশ্যে সংগঠনটির এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সারা দেশের সদস্যরা এতে অংশ নেন।
সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে, সদস্য সম্মেলন উপলক্ষ্যে উদ্যান এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশ করতে পেরে সবাই উচ্ছ্বসিত। সারা দেশ থেকে আসা সদস্যরাও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সদস্য সম্মেলনে অংশ নেন।