সিএনএম২৪ডটকমঃ
“বয়স শুধু একটা নাম্বার মাত্র। আপনাকে তেমনটাই দেখাবে যেমনটা আপনি চাইবেন।”
রোববার (২৪ জানুয়ারি) ছিলো অভিনেত্রী রিয়া সেন দেব বার্মা ৪০তম জন্মদিন। বিশেষ এই দিনটিতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কয়েকটি বোল্ড ছবি শেয়ার করে এমনটাই ক্যাপশন দিয়েছেন রিয়া।
সৌন্দর্য ও অভিনয়ের জাদুতে অনেক আগেই ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন রিয়া সেন দেব বার্মা। বর্ষীয়ান অভিনেত্রী মুম সেনে মেয়ে এবং অভিনেত্রী রাইমা সেনের বোন রিয়া। এটি হয়তো খুব সংখ্যক মানুষই জানেন যে, রিয়া মাত্র ১০ বছর বয়সে নিজের ফিল্মি ক্যারিয়ার শুরু করেছেন। জনপ্রিয় সংগীতশিল্পী ফাল্গুনি পাঠকের ‘ইয়াদ পিয়া কি আনে লাগে’ গানের মডেল হয়েছিলেন রিয়া।