সিএনএম ডেস্কঃ
সকল জটিলতা কাটিয়ে অবশেষে আজ (রোববার) বাবাকে নিয়ে ভারতে রওয়ানা হওয়ার কথা রয়েছে নিদ্রা দে নেহার। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। বলেন, এনওসির জটিলতার কারণে বাবাকে দেশের বাইরে নেওয়া সম্ভব হয়নি। তবে আমাদের সমস্যার মোটামুটি সমাধান হয়েছে। আজ বাবাকে নিয়ে রওয়ানা হবো। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে শোবিজাঙ্গনে নানা অনৈতিকতার অভিযোগ তুলে ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা দেন ছোট পর্দার অভিনেত্রী নিদ্রা দে নেহা। তিনি জানান, নির্মাতাদের কাছ থেকে অপেশাদার আচরণের শিকার হয়েছেন। যে কারণে আর শোবিজাঙ্গনে থাকতে চান না তিনি। কিছুদিন আগেই জানা যায়, শাকিব খানের সঙ্গে তাণ্ডব সিনেমায় অভিনয় করছেন নেহা। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী নিজেই। মূলত সে খবরটি প্রকাশ্যে আসার পরই সিনেমা থেকে বাদ দেওয়া হয় নেহাকে।