জাতীয় দলের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আজ থেকে আনুষ্ঠানিক পথচলা শুরু করেছেন। রাজধানীর এক হোটেলে জাতীয় দলের ফুটবলাররা রিপোর্ট করেছেন। আগামীকাল বিকেলে হ্যাভিয়ের তার শিষ্যদের নিয়ে প্রথম অনুশীলন নামবেন।
জাতীয় ফুটবল দলের রিপোর্টিং মানেই এক আনন্দঘন পরিবেশ। নতুন ও কোচিং স্টাফ হওয়ায় সেখানে আজ আনন্দের উপলক্ষ যেন ছিল একটু বেশিই। হ্যাভিয়েরের মতো জাতীয় দলের কোচিং স্টাফে আজই প্রথম দিন সাবেক জাতীয় ফুটবলার হাসান আল মামুনের। জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেনের সঙ্গে হাসান আল মামুন, গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য্যের খুনসুটি ভালোই চলছিল। খেলোয়াড়দের মধ্যেও ছিল কুশলাদি বিনিময়।
২৩ ফুটবলারকে ডেকেছেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ের। ২৩ ফুটবলারের মধ্যে ১৯ জন আজ বিকেলের মধ্যেই ক্যাম্পে রিপোর্টিং করেছেন। প্রিমিয়ার ফুটবল লিগে আজ শেখ রাসেল, বাংলাদেশ পুলিশ ও মোহামেডানের খেলা ছিল। এই তিন দলের তিন ফুটবলার আশরাফুল ইসলাম রানা, ইসা ফয়সাল ও জাফর ইকবাল ক্লাবের খেলা শেষ করে জাতীয় দলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আরেক ফুটবলার ইব্রাহিম ব্যক্তিগত কারণে দুই দিন পর ক্যাম্পে যোগ দেবেন বলে টিম ম্যানেজম্যান্টকে জানিয়েছেন।
আগামীকাল বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বিকেলে বাংলাদেশ দল অনুশীলন করবে। সেই অনুশীলনে পুরো সময় থাকছে না সাংবাদিকদের প্রবেশাধিকার। তিন দিন বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলনের পর ২২ মার্চ মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হবেন জামালরা। ২৪ মার্চ মালদ্বীপের বিপক্ষে খেলে পরের দিন দেশে ফিরবেন। সেদিনই ঢাকা থেকে সিলেট যাবেন হ্যাভিয়েরের শিষ্যরা। ২৯ মার্চ মোকাবেলা করবে মঙ্গোলিয়ার।