বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর ঢাকায় রমজানে টিসিবির নিত্যপণ্য বিক্রিতে অনিয়ম আর অভিযোগ উঠেছে । বেশির ভাগই পণ্য তোলা ও বিক্রির নিয়ম মানছেন না বলে অভিযোগ উঠেছে।
রমজানের নিত্যপণ্য বিক্রিতে নিয়মের তোয়াক্কা করছেন না টিসিবির ডিলাররা। আর বিষয়টি নজরদারিতে সক্রিয় পদক্ষেপ নেই সরকারের এই বিপণন সংস্থার। ক্রেতাদের অভিযোগ, ১টি বা ২টি পণ্য নিতে গেলে বাধ্য করা হচ্ছে অন্যান্য পণ্য নিতেও।
সব পয়েন্টেই পণ্যগুলোর একটি প্যাকেজ করে সেগুলো বিক্রি করা হচ্ছে ৬শ’ থেকে ১ হাজার টাকা দরে। অনেক পয়েন্টেই সময়মতো থাকছে না টিসিবির ট্রাকও।
সব পয়েন্টেই এভাবে ক্রেতাদেরকে বাধ্য করা হচ্ছে টিসিবির ডিলারদের মনমতো তৈরি করা একাধিক পণ্যের প্যাকেজ কিনতে। সবমিলিয়ে দাম ৬শ’ থেকে ১ হাজার টাকা। যা উদ্দিষ্ট জনগোষ্ঠির অনেকেরই নাগালের বাইরে। অথচ, নিয়ম অনুযায়ী একজন ক্রেতা নির্দিষ্ট পরিমাণে এক বা একাধিক পণ্য কিনতে পারবে।
চোখের সামনে এমন ঘটনা ঘটলেও স্বীকার করতে নারাজ ডিলাররা। গণমাধ্যমের সামনে অনেকটা নিয়ম মেনে পণ্য বিক্রি করলেও খানিকটা ফাঁক পেলেই আবারো সেই অনিয়ম।
এসব অনিয়ম আর অব্যবস্থাপনা নিয়ে সক্রিয় নজরদারি নেই সরকারি বিপণন সংস্থা টিসিবির। এছাড়াও বিভিন্ন পয়েন্টেই নির্ধারিত সময়ে দেখা মেলেনি খোলা বাজারের ট্রাকের।