সৃষ্টিকর্তার সৃষ্টির নিঃসীম বৈভবে
শাহনাজ পারভীন মিতা
তরুণী হেটে যায় আপন ভাবনায়
থমকে দাঁড়ায়, মাউন্ট হুডের আভায় ,
কি বিস্ময়! সে ভাবে শুধু জীবন ভবে
সৃষ্টিকর্তার সৃষ্টির নিঃসীম বৈভবে।
এই যে আকাশ ,বাতাস ,সাগর ,বনভূমি
কি সুন্দর অপরুপ বিধাতার সৃষ্টিচুমি!
তারই মাঝে মুক্তির অপার নিশ্বাস
সৃষ্টিকর্তার প্রতি শুধুই অটল বিশ্বাস।
কি সুন্দর ধরনী !তার মাঝে সুন্দর সবই
মনে হয় রঙতুলির আঁচড়ে পটে আঁকা ছবি,
ধীরে ধীরে সন্ধ্যা ঘনায় সূর্য অস্ত যায়
তরুণী অবাক মনে আকাশ পানে চায়।
কত রঙ ছড়িয়ে যায় ওই নীল আকাশে
আঁধারের আগে আকাশ আবীরে হাসে,
এরপর ধীরে ধীরে আঁধার ঘনায়
সন্ধ্যাতারা ওই আকাশে শোভা ছড়ায়।
কত নক্ষত্রের মেলা রাতের পৃথিবীতে
চাঁদের আলো ,ডুবে যাওয়া সূর্যের আলোতে,
তরুনীর মনের আকাশ শুধুই বিহ্বল
সৃষ্টির মহিমায় আল্লাহর প্রতি অবিচল ।