1. hrhfbd01977993@gmail.com : admi2017 :
  2. editorr@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
  3. editor@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

চাপটা মুমিনুলদের ফিরিয়ে দিল শ্রীলঙ্কা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ১২.৩৪ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

ঢাকা টেস্টে বুধবার বিকেলে সাকিব আল হাসানের হাত ধরে পাওয়া স্বস্তি দীর্ঘায়িত হলো না। বৃহস্পতিবার টেস্টের চতুর্থ দিন সকালে ব্যাট হাতে দাপট শ্রীলঙ্কার। স্বাগতিক বোলারদের শাসন করেছেন লঙ্কানদের অপরাজিত দুই ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউস আর দীনেশ চান্দিমাল। চতুর্থ দিনের প্রথম সেশনে কোনো উইকেট হারায়নি সফরকারীরা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৬৫ রান টপকে এই সেশনে লিড নিয়েছে দিমুথ করুনারত্নের দল।

৫ উইকেটে ৩৬৯ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে শ্রীলঙ্কা। এই সেশনে কোনো উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ৮৭ রান তুলেছে তারা। ৪ রানের দলীয় লিডে সেঞ্চুরির পথে হাঁটা ম্যাথিউস ৯৩ এবং চান্দিমাল ৬১ রানে অপরাজিত থেকে দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন।

যদিও চান্দিমালকে ফেরানোর পথ তৈরি করেছিল বাংলাদেশ দল। অধিনায়ক মুমিনুল হক নিজের প্রথম ওভার হাত ঘোরাতে এসে প্রায় সাফল্য পেয়েই গিয়েছিলেন। কিন্তু রিভিউ নিয়ে টিকে যান চান্দিমাল। একটি উইকেটের খোঁজে পানি-পানের বিরতির পর প্রথম ওভারেই আক্রমণে আসেন মুমিনুল। চতুর্থ বলটি অফ স্টাম্পের বাইরে পড়ে টার্ন করে বেরিয়ে যাওয়ার সময় ব্যাটের খুব কাছ ঘেঁষে জমা পড়ে কিপারের গ্লাভসে। রিভিউ নিয়ে বাঁচেন ব্যাটম্যান।

তখন ৪৩ রানে অপরাজিত চান্দিমাল পরে অর্ধশতক তুলে নেন। ১১৮ বলে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। টেস্ট ক্যারিয়ারে ডানহাতি এই ব্যাটসম্যানের এটি ২২তম অর্ধশত। বাংলাদেশের বিপক্ষে চতুর্থ।

আগের দিন ফিফটির কোটা পূর্ণ করা ম্যাথিউস আজ হাঁটছেন শতকের পথে। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ রানের অপেক্ষায় ৯৩ রানে অপরাজিত আছেন তিনি। সঙ্গে চান্দিমাল আছেন ৬১ রান নিয়ে। দুই ব্যাটসম্যানের অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে ৫ উইকেটে ৩৬৯ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে শ্রীলঙ্কা। এই সেশনে কোনো উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ৮৭ রান তুলেছে তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_crimenew87
© All rights reserved © 2015-2021
Site Customized Crimenewsmedia24.Com