খেলার দুনিয়ায় সঙ্গে গ্ল্যামার ওয়ার্ল্ডের সম্পর্ক বরাবরই খুব ভাল। সেই সম্পর্কের পথে এবার সিনে-দুনিয়ায় এন্ট্রি নিতে চলেছে সানিয়া মির্জা ও ক্রিকেটার শোয়েব মালিকের পুত্র ইজহান মির্জা মালিক।
বলিউড তারকাদের সঙ্গে নিয়মিত ওঠাবসা রয়েছে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার। তাই তিনি বলিউডে পা রাখবেন কি না, এই নিয়ে জল্পনার অন্ত ছিল না। কিন্তু এখনও পর্যন্ত তার অভিনয় জীবন শুরু হয়নি। তবে সানিয়ার না হাঁটা পথে হাঁটা শুরু করতে চলেছেন তার সন্তা
সোশ্যাল মিডিয়ায় ফারহা খান তার ছবির জন্য ‘নতুন নায়ক’ খুঁজে পেয়েছেন বলে দাবি জানিয়েছেন। সঙ্গে ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে। ইজহানকে কোলে নিয়ে বসে রয়েছেন ফারহা। ইজহানের হাতে ৫০০ টাকার নোট। এখানেই শেষ নয়, এত কম পারিশ্রমিকে নিজের ছেলেকে ফারহার ছবিতে অভিনয় করতে দেওয়ার জন্য ইজহানের মা সানিয়াকে ধন্যবাদও জানালেন ফারহা। ছবির মন্তব্য বক্সে সানিয়া ভালবাসার চিহ্ন জুড়ে দিয়েছেন।
সূত্র : কলকাতা২৪