সিএনএম ডেস্ক:
২০২১ সালে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছিল অভিনেত্রী রোমানা স্বর্ণাকে। দ্বিতীয় স্বামী জুয়েলের করা এ মামলা করায় দেড় মাস কারাভোগ করেন অভিনেত্রী। অভিনেত্রী ২৮টি বিয়ে করেছেন এরকমও অভিযোগ আসে। এবার বিষয়গুলো নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
সোমবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন এ অভিনেত্রী। মিথ্যা মামলায় অভিনেত্রী রোমানা স্বর্ণার কারাভোগের প্রতিবাদে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
২৮টি বিয়ে নিয়ে রোমানা স্বর্ণা বলেন, আমি ২৮ টা বিয়ে করেছি, কোথায় আমার স্বামীরা। ডিবি হারুন তদন্ত করে এসব বলেছে, আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি আপনারা প্রমাণ করুন। র্যাব তদন্ত করে বের করুক কোথায় আছে আমার ২৮ টা বিয়ে। আমি পারসোনালি কোনো নেতাকে কাজে লাগাইনি, যদি সেটাই হতো তাহলে দুই একটি মন্ত্রী আমার পকেটেও থাকতো। কারণ আমি একজন সেলিব্রেটি ছিলাম।
এ সময় মামলার বাদী জুয়েল সম্পর্কে অভিনেত্রী বলেন, জুয়েল কিন্তু কোনো সাংগঠনিক কোনো আওয়ামী লীগের নেতা ছিল না, তাহলে কেন তার এতো পাওয়ার ছিল? টাকার ব্যাপার ছিল, মেয়েবাজির ব্যাপার ছিল। ওদেরকে মেয়ে সাপ্লাই দেওয়া থেকে শুরু করে সবকিছুই করতো। তবে টাকার ব্যাপারটা বেশি ছিল। আমি নিজের চোখে দেখেছি ওদের টাকা জুয়েল কিভাবে পাচার করতো।
আরও বলেন, রোমানা স্বর্ণা বলেন, আমার বিরুদ্ধে মামলা করার তিন মাসের মধ্যে ওই মামলা ভ্যানিশ হয়ে যায়। বাদী নিজেই আদালতে গিয়ে এই মামলা ভ্যানিশ করে দেন। তিনি বলেন, পারিবারিক ভুল বোঝাবুঝির কারণে মামলা করেছিলাম এখন মামলা উইথড্র করলে সমস্যা নেই।