সিএনএমঃ
জুলাই গণহত্যার মামলায় সাবেক দুই মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আদালত জানায়, আগামী ১৮ ডিসেম্বর পরবর্তী শুনানি। ওই দিন হাজির করতে হবে তাদের। এ বিষয়ে ব্রিফ করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজি এম এইচ তামিম।
এর আগে ১৪ দলীয় জোটের প্রধান সমন্বয়ক আমু এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুলকে কেরানীগঞ্জ কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
বুধবার সকাল সাড়ে ১০টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় তাদের। অন্য মামলায় গ্রেপ্তার এই দুজনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখাতে প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।