ভোটার আইডি কার্ড সংশোধনে হয়রানি দালালদের দিতে হয় মোটা অংকের টাকা
সূত্রে জানা যায় দেশের থানা পর্যায়ে নির্বাচন অফিসগুলোতে গোপনে চলছে চাঁদাবাজি ও ভোটার আইডি সংশোধনে দিতে হচ্ছে মোটা অংকের অর্থ। এসকল অর্থ নির্বাচন কমিশন অফিসের কিছু অসাধু কর্মকর্তারা সাধারণ মানুষকে নানা ধরনের হয়রানি করছে। যেমন- ভোটার আইডি নামের সংশোধন, নামের বানানের সংশোধন, স্থানীয় এলাকা সংশোধন সহ ইত্যাদি ভুল সংশোধনের জন্য নিজেদের প্রয়োজনে ভোটার আইডি কার্ড নিয়ে ভুক্তভোগীরা নির্বাচন কমিশন অফিসের গেলে তাদের আর হয়রানির শেষ থাকে না। অফিসের অসাধু কর্মকর্তারা ভুল সংশোধন করতে নানা অজুহাত দেখিয়ে দাবী করেন বিপুল পরিমানের অর্থ। অর্থ না পেলে আইডি কার্ড সংশোধন করা হয় না নানা অজুহাত দেখিয়ে থাকে আর অর্থ দিলে মুহুর্তেই সংশোধন হয়ে যায়।
অনুসন্ধানকালে “ক্রাইম নিউজ মিডিয়া”কে শরিয়তপুর নিবাসী নিজের নাম গোপন রাখা স্বত্তে¡ এক ব্যক্তি জানান বিগত ৭ বছর আগে ভোটার আইডি নামের ভুল সংশোধন করতে স্থানীয় নির্বাচন অফিসে গেলে দালালরা নানা ভুল ধরে তার কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়ে সংশোধন তদবীর করার কাজ হাতে নেয়। নির্বাচন কমিশন সার্ভারে আবেদনপত্র এবং নিয়মনীতি মোতাবেক সকল কাগজপত্র জমা হলেও নির্বাচন কমিশন অফিসের দাবীকৃত কিছু টাকা বাকী থাকায় অদ্য ৭ বছরেও তার আইডি কার্ডের ভুল সংশোধন করা হয়নি।
এছাড়া বহুভুক্তভোগী “ক্রাইম নিউজ মিডিয়া”কে অভিযোগ জানান নামের ভুল সংশোধন করতে বিভিন্ন দোকান থেকে সরকারী নিয়ম মোতাবেক আবেদনপত্র জমা হলেও নির্বাচন কমিশনের অফিসগুলোতে সেখানকার দালালদের তাদের চাহিদা মতো অর্থ না দিলে ভোটার আইডি কার্ড ভুল সংশোধনকারী লোকদের হয়রানির আর শেষ থাকে না। ভুক্তভোগীরা দিনের পর দিন মাসের পর মাস নির্বাচন অফিসগুলোতে ঘুরতে থাকে।