রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
মালিবাগ সবুজ বাংলা আবাসিক হোটেল এর অন্তর্রালে পতিতালয় নারী পাচারকারীদের জিম্মি দশা হতে আটক থাকা নারীরা উদ্ধার হতে চায়। চার মাসে কুরআনের হাফেজ ১০ বছরের অটিস্টিক শিশু আহমাদ সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত কোনো রক্তচক্ষুকে পরোয়া করে না নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিলের আহ্বান জামায়াত আমিরের ট্রেনে বিজিবির অভিযান, কোটি টাকার হেরোইন জব্দ তিতাসে সাতানী ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সারাদেশে সেনা অভিযানে ৭ দিনে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২০৪ ১২ লক্ষ কর্মী প্রেরণের সুযোগ হারাতে বসেছে বাংলাদেশ রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল, অভিযুক্ত দুজন আটক জামায়াত, জিয়া ও খালেদার বিচারের পর হাসিনার বিচার করতে হবে

পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে দোষ স্বীকার করার আহ্বান

  • আপডেট সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১২.৩২ পিএম
  • ৯১ বার পড়া হয়েছে
সিএনএমঃ

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। অসংখ্য সুপারহিট হিট সিনেমা উপহার দিয়ে ভক্ত-অনুরাগীদের মন জয় করেছেন বহু আগেই। বর্তমানে সিনেমায় অনিয়মিত তিনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এই অভিনেতা। নিজের ব্যক্তিগত বিষয় ছাড়াও নানান সামাজিক বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দেন ওমর সানী।

মঙ্গলবার  ফেসবুকে এক ভিডিও বার্তা দেন তিনি।

আওয়ামী লীগ সরকার পতনের পর যে সকল শিল্পী ও কলাকুশলীরা আত্মগোপনে রয়েছেন, তাদের প্রকাশ্যে আসার কথা বলেন তিনি। যেখানে ওমর সানী স্পষ্ট বলেন, তোমাদের যে অপরাধ, মনে হয় না এর জন্য ফাঁসি হবে। তাই তোমার উচিত প্রকাশ্যে আসা।

প্রায় সাড়ে চার মিনিটের ওই ভিডিওর শুরুতেই ওমর সানী বলেন, ‘যারা আমার ফিল্ম আর্টিস্ট, তাদের নিয়ে আজকে কথা বলবো এবং যারা সংগীতের আর্টিস্ট। সরকার পতনের পর যারা পালিয়ে আছো, লুকান্তরে আছো- তাদের উদ্দেশে এই কথাগুলো বলছি।’

আত্মগোপনে থাকা শিল্পীদের উদ্দেশে ওমর সানী বলেন, ‘তোমাদের পালিয়ে থাকার তো দরকার নাই। তোমরা দল করেছো, দলের সাথে জড়িত ছিলে। মাঝেমধ্যে কিছু পকপক করেছো, এই যা। মার্ডার তো করো নাই, মার্ডার করছো? হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করছো? জানি না। আমার মনে হয় পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে কথা বলা উচিত। কিছু মানুষ গালি দিবে, সেটা সহ্য করতে হবে। কিছু মানুষ বিদ্রুপ করবে, কিন্তু তোমাদের ভুলগুলো দোষগুলো স্বীকার করতে হবে।’

পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে দোষ স্বীকার করার আহ্বান জানিয়ে এই নায়ক বলেন, ‘পালিয়ে না থেকে আমার মনে হয় প্রকাশ্যে এসো তোমরা বলো যে, আমরা অমুকটা করেছি, যা ঠিক হয়নি। অপরাধ করে থাকলে বিচার হবে, বড়জোর কিছুদিন রিমান্ডে থাকতে পারো। আমার তো মনে হয় না তোমাদের যে অপরাধ, তার জন্য ফাঁসি হবে। যারা কাপুরুষ, তারা পালিয়ে থাকে। তোমরা শিল্পীরা কেন পালিয়ে থাকবা!’

ফিল্ম আর্টিস্টদের নিয়ে সানী বলেন, ‘আমার ফিল্মের সহকর্মী, আর্টিস্ট টেকনিশিয়ানস- তোমরা যারা পালিয়ে আছো, তোমাদের তো পালিয়ে থাকার দরকার নেই। প্রকাশ্যে আসো। দরকার হলে জেলে যাও। জেলে তো রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি থেকে আমাদের মতো সাধারণ মানুষ; অনেকেই যায়। পালিয়ে থাকার চেয়ে জেলখানায় থাকাও ভালো। সেজন্যই বলি, পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে মানুষের সাথে কথা বলো। ধরা দাও, দরকার হলে জেলে যাও। আমার দৃষ্টিতে এটাই বলে, কার দৃষ্টিতে কী বলবে আমি জানি না। আমার কাছে মনে হয়েছে, তোমাদের উদ্দেশে এটা বলা উচিত; আমি বললাম এবং প্রকাশ্যেই বললাম, কে কী ভাবছেন তা জানি না।’

সবশেষ ওমর সানী বলেন, একটা জিনিস তো সত্য, যে যে লাইনের মানুষ, সেই লাইনের মানুষের প্রতি তার তো একটা সফট কর্নার কাজ করেই। আমরা কেউ দোষের ঊর্ধ্বে না। আমরা মহামানবও না, আমরা নবীও না, আমরা কোনো ওলী-আল্লাহ বা দরবেশও না, শয়তানও না। আমরা নবীর উম্মত। আমাদের দোষ থাকতে পারে, কেউ দোষের ঊর্ধ্বে না। তাই বলে, লুকিয়ে থেকে লাভ নেই। প্রকাশ্যে এসে সবার সাথে মিশো এবং নিজের ভুলটা অনুভব করো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com