মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
ছাত্রলীগ নেত্রী ঊর্মি ও তুরিন আফরোজ নতুন মামলায় গ্রেফতার ঝটিকা মিছিলবিরোধী অভিযানে সাবেক এমপিসহ গ্রেপ্তার ৭ পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা, অতঃপর… বিএনপির কাউন্সিলকে ঘিরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত-৫ বাবাকে নিয়ে ভারত যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী বিএনপির বৈঠক থেকে বের হয়ে ডিসেম্বরে নির্বাচন চাইলেন পার্থ চোরাই বাইকের রেজিস্ট্রেশন পরিবর্তন করে বিক্রির সময় যুবক আটক নেপালে ৭টি ব্রোঞ্জ জিতেও ব্যর্থ বাংলাদেশ! নারায়ণগঞ্জে ৭ খুনের রায় কার্যকর না হওয়ায় ভয় ও আতঙ্কে স্বজনরা মালিবাগ সবুজ বাংলা আবাসিক হোটেল এর অন্তর্রালে পতিতালয় নারী পাচারকারীদের জিম্মি দশা হতে আটক থাকা নারীরা উদ্ধার হতে চায়।

কিশোরগঞ্জে মাইক ভাড়া করে চোরকে গালাগালি

  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮.২৯ পিএম
  • ৭৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন জানিয়ে চোরকে উদ্দেশ্য করে এক চালক মাইক ভাড়া করে গালাগালি করেছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) এমনই ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের ভৈরবের গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকায়।

ভুক্তভোগী অটোচালকের নাম হৃদয় মিয়া (২৫)। তিনি ওই এলাকার সাবেক ইউপি মেম্বার আনার মিয়ার ছেলে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভুক্তভোগী অটোচালক হৃদয় মিয়া বলেন, ‘আমার সংসারে ৩ ছেলেমেয়েসহ ৭ জন সদস্য। অভাবের সংসার। তার ওপর ভাড়া গাড়ি চালাই। ২১ ডিসেম্বর রাতে অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যায়। তারপর থেকে খোঁজে বেড়াচ্ছি। অটো না চালিয়েই ৫০০ টাকা করে ভাড়া দিতে হচ্ছে। অটোর ব্যাটারি চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়েছে। ঘরের বাজারও করতে পারছি না। এজন্য মাইক ভাড়া করে এনে গালাগাল করেছি। আমি কীভাবে কী করবো বুঝতে পারছি না। খুব কষ্টে আছি।’

ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিলন মিয়া বলেন, ‘ব্যাটারি উদ্ধারে ওই ব্যক্তিকে থানায় জিডি করতে বলা হয়েছে। আমি নিজেও সেই চেষ্টা করছি।’

গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার মানিক চাঁন বলেন, ‘কোনো কিছু চুরি হলে তা অবশ্যই দুঃখজনক। তবে মাইকে গালাগালের বিষয়টি সামাজিকভাবে অন্যায়। গরিব মানুষ দুঃখে এই কাজটা করেছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com