আগের আসরের আইপিএলও থমকে দিতে হয়েছিল টুর্নামেন্টের মাঝপথে। এবার তাই এক শহরেই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। কিন্তু তাতেও ঠেকানো গেল না করোনা। করোনা আক্রান্ত হয়েছেন দিল্লি ক্যাপিটালসের এক ক্রিকেটার।
ওই দলে খেলা বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমানসহ বাকিদের তাই নেওয়া হয়েছে কোয়ারেন্টাইনে। আজ ও আগামীকাল তাদের রুমে রুমে গিয়ে করোনা পরীক্ষা করা হবে।
খেলোয়াড়ের পর সোমবার সকালে দলটির ফিজিও প্যাট্রিক ফারহার্টও করোনা আক্রান্ত হয়েছেন। তার র্যাপিড এন্টিজেন টেস্ট করানো হয়েছে। আরও নিশ্চিত হওয়ার জন্য আরটি-পিসিআর টেস্টের জন্য স্যাম্পল পাঠানো হয়েছে।
আগামী ২০ এপ্রিল পাঞ্জাবের বিপক্ষে দিল্লির পরের ম্যাচ। তারা এই ম্যাচে একাদশ সাজাতে ব্যর্থ হলে ম্যাচটিকে স্থগিত করতে বাধ্য হবে বিসিসিআই। সেক্ষেত্রে এবারের আইপিএল চালিয়ে যাওয়ার ব্যাপারেও বড় ধাক্কা খেতে পারে তারা।