সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

১৮ বছর পর কুমিল্লা স্টেডিয়ামে শুরু হচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৬.০৫ পিএম
  • ১৪৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিতব্য এই টুর্ণামেন্টকে ঘিড়ে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার  সকাল ১১টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট উপলক্ষ্যে বিভিন্ন তথ্য জানান কেন্দ্রীয় বিএনপির ত্রান ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

এ সময় তিনি বলেন বলেন, আগামীকাল শুক্রবার সকাল ১০ টায় টুর্নামেন্টটি শুরু হবে। টি-টুয়েন্টি ফরম্যাটে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এখানে অংশগ্রহণকারী তিনটি দল হলো কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মনবাড়িয়া জেলা। টুর্নামেন্টে স্থানীয় ও জাতীয় ক্রিকেট দলের খেলোয়ারাও অংশগ্রহণ করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাজী ইয়াছিন আরো বলেন, গত ১৮ বছর জিয়া ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারি আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, বিএনপি নেতা আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমসসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com