সাদমান ইসলামের বিদায়ে দ্বিতীয় সেশন শেষ হয়েছিল বাংলাদেশের। শেষ সেশনের শুরু থেকে মাহমুদুল হাসান আর নাজমুল হোসেন শান্ত খেলছিলেন বেশ দেখে শুনে, তাতে শুরুতে সাদমানকে হারানোর ধাক্কাটা সামলে উঠেছিল টাইগাররা। তবে এরপর নাজমুল হোসেনের বিদায়ে কিছুটা অস্বস্তিতে পড়েছিল সফরকারীরা। এর এক ওভার পর মুমিনুলও বিদায় নিলেন। যার ফলে তিন ওভারে ২ উইকেট হারিয়ে বেশ বিপাকেই পড়ে গেছে বাংলাদেশ।
স্পিনার সাইমন হারমারের শিকার হয়ে প্রথম সেশনের শেষে বিদায় নিয়েছিলেন সাদমান। সেই হারমারের স্পিন বিষে নীল হলেন বাকি দুইজনও। ৩৮তম ওভারের প্রথম বলে শান্ত ফেরেন বোল্ড হয়ে। মিডল স্টাম্পে পড়ে বলটা বাঁক নিয়ে এড়িয়ে যায় তার ব্যাটের কোণা, গিয়ে সরাসরি আঘাত হানে অফস্টাম্পে। ৮০ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।
তৃতীয় উইকেটটাও সফরকারীরা হারাল একই রানে। মুমিনুলকে সিলি পয়েন্টে ক্যাচ বানিয়ে দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় বারের মতো উদযাপনের উপলক্ষ্য এনে দেন প্রথম দুই উইকেট শিকারী হারমারই। বাংলাদেশ এখনো পিছিয়ে ২৮৭ রান।