বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, আজকে যারা বড় বড় কথা বলছেন তারা দাবি আদায়ের জন্য সেদিন হারুনের হোটেলে বাবা-মাকে নিয়ে ভাত খেয়েছেন। সেদিন আপনাদের দাবি মানা হলে আজ এত বড় কথা বলতে পারতেন না।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার উদ্দেশ্যে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারে আজ যারা বড় বড় কথা বলছেন তারা সেদিন দাবি আদায়ের জন্য সাবেক ডিবি হারুনের হোটেলে বাবা-মাকে নিয়ে ভাত খেয়েছেন। শেখ হাসিনা যদি তখন তাদের দাবি মেনে নিত তাহলে আপনারা আজ বড় বড় কথা বলতে পারতেন না।
বিএনপির এই নেতা বলেন, যারা ১৯৭১‘র মহান মুক্তিযুদ্ধ ও ১৯৫২’র ভাষা আন্দোলনকে অস্বীকার করে ১৯৪৭-এ ফিরতে চায় তাদের সঙ্গে কোনো আপোষ নেই। ৩০ লাখ মানুষের তাজা রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, এর সঙ্গে আপোষ নয়। যারা ১৯৭১ সালকে অস্বীকার করে, তারা এই দেশের নাগরিক না, তারা দেশকে ভালোবাসে না।’