“হিউম্যান রির্সোস এন্ড হেল্ থ ফাউন্ডেশন” নামক এক মানবাধীকার সংস্থা সূত্রে জানতে পারে যে, ঢাকা জেলার ডিএমপির কদমতলী থানাধীন সাং—মুহাম্মাদবাগ, পোষ্ট—মেরাজনগর এলাকায় ওয়াকফনামা দলিলমূলে যাহার দলিল নং— ৮৩৩০ তারিখ : ০৪/০৮/২০১৬ইং ও ষ্টাম্প নং কঙ ৭৩২৫১২৯ তে উল্লেখিত “নুরে মদিনা জামে মসজিদ” নামক উক্ত ওয়াকফকৃত সম্পত্তির তপসিল পরিচয় : দাগনং—জিলা—ঢাকা, থানা—সাবেক ডেমরা, বর্তমান—কদমতলী, সাবরেজিষ্ট্রি ডেমরা অধিন ঢাকা কালেক্টরী ২৫৩নং তৌজিভূক্ত। জেএলনং—, সিএস ৩৩৪, এস.এ ১২৫, আর.এস ২৩, ঢাকা সিটি জরিপ—২৯, মৌজা—কদমতলী স্থিত। খতিয়ান নং— সি.এস ২৯৮, ৩৫১, ৪১৩, এস.এ ৩৬৭, ৪৩৫, ৫২৪, আর.এস ২৭৩, ঢাকা সিটি জরিপ—১৬, জোতনং—১৬, দাগনং—সি.এস ও এস এ ১১৬২, [এক হাজার একশত বাষট্টি], ১১৬৩ ও ১১৬৯, আর.এস ৩১৭৭, ঢাকা সিটি জরিপ—৫০৪২, নং দাগে ১৬আনা ৬২১২, অযুতাংশে উহার কাতে ১৫ শতাংশ বা ১৫০০ অযুতাংশ স্থানীয় ম্যাপে ১০কাঠা ডোবা জমি অত্র দলিল দ্বারা ওয়াকফকৃত সম্পত্তি বটে।
যাহার মোতাওয়াল্লি হাজী শামসুল হক খাদেম ওরফে শ্যামা মিয়া খাদেম জন্ম তারিখ¬ : ১০/১০/১৯৪২ইং পিতা—মরহুম মতিউর রহমান খাদেম, মাতা মরহুমা খাদিজা বেগম, জাতীয় পরিচয়পত্র নং—১২২০২০২৭০০১১৬, স্থায়ী ঠিকানা—খরমপুর উত্তর পাড়া, পোষ্টঃআখাউড়া—৩৪৫০, থানা—আখাউড়া, জেলা—ব্রাক্ষ্মণবাড়িয়া। বর্তমান ঠিকানা—দক্ষিণ যাত্রাবাড়ী, ধোলাইপাড়, থানা—যাত্রাবাড়ী, জেলা—ঢাকা।
উক্ত ওয়াকফক সম্পত্তিতে “নুরে মদিনা জামে মসজিদ” নামক নির্মাণ করার জন্য এলাকাবাসী দীর্ঘদিন যাবত চেষ্টা করলেও ভূমি দস্যু মোঃ আবুল হোসেন, পিতা—মৃত আব্দুল লতিফ মুন্সি, মাতা—মৃত মরিয়ম বেগম, সাং-৪১ নতুন কদমতলী পালপাড়া, পোষ্ট—ফরিদাবাদ, থানাঃ কদমতলী, জেলা—ঢাকা। এন.আই.ডি নং—৭৩৪৮৪১০৪৪৫, জন্ম তারিখ—১৬/১২/১৯৭০ইং ব্যক্তি সেখানে মসজিদ নির্মাণে বাধা প্রদান করে আসছে। যথাযথ ভূমি অফিসের অসাধু কর্মকর্তাদের সাথে যোগাযেগা করছে যাতে ভূয়া কাগজপত্র তৈরী করে জমিতে ব্যক্তি মালিকানা কাগজ পেতে পারে এমন ষড়যন্ত্রে লিপ্ত রয়ে যাহারা উক্ত জমিতে মসিজদ নির্মাণ করতে চায় ঐ সকল লোকদের নানা ধরনের বাধা এবং তাদের ক্ষতি করার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
এই মসিজদ নির্মাণকে কেন্দ্র করে এলাকায় বড় ধরনের দাঙ্গা—ফাসাদ ঘটে খুন—খারাবীর মতো ঘটনা ঘটতে পারে বিধায় জরুরী ভিত্তিতে ভূমি দস্যুদের হাত হতে জমিটি রক্ষা করে। সেখানে দলিল মোতাবেক, যাহার দলিল নং-৮৩৩০ তারিখঃ০৪/০৮/২০১৬ইং ও ষ্টাম্পনং কঙ ৭৩২৫১২৯ মসজিদ নির্মাণের যাবতীয় সহায়তা করার জন্য হিউম্যান রির্সোস হেল্থ ফাউন্ডেশন নামক সংগঠনের মহাসচিব মোঃ আলমগীর সেলিম প্রধান উপদেষ্টাসহ পুলিশের একাধিক দপ্তরে ও এলাকাবাসীর সহায়তা কামনা করে জনস্বার্থে লিখিত আবেদন করেছেন।