জয়পুরহাটে ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। শনিবার (১৯ মার্চ) বিকেল ৪টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের জয়পুরহাট শহরের হারাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রলীগ নেতার নাম আতিকুর রহমান (৩০)। তিনি বম্বু ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম আমিনুর রহমান (৪০)। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার বানিয়া পাড়া গ্রামের মাজেদ নামে এক ব্যক্তি বটতলী সেতুতে মাইক্রোবাসের ধাক্কায় আহত হন। লোকজন তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠান। ছাত্রলীগ নেতা আতিকুর রহমান ও আমিনুর রহমান মোটরসাইকেলে যোগে আহত ব্যক্তিকে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন। পথে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের হারাইল এলজিইডি মোড় এলাকায় ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ছাত্রলীগ নেতা আতিকুর রহমান ঘটনাস্থলে মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী আমিনুর রহমান গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান ঢাকা পোস্টকে বলেন, বটতলী সেতু এলাকায় একটি দুর্ঘটনায় একজন আহত হন। ওই আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠায়ে দিয়ে মোটরসাইকেল নিয়ে আতিকুর ও আমিনুর আসছিলেন। পথে হারাইল এলাকায় তাদের মোটরসাইকেল ও আরেকটি ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে আতিকুর মারা গেছেন। নিহতের স্বজনেরা তার লাশটি নিয়ে গেছেন।