1. hrhfbd01977993@gmail.com : admi2017 :
  2. editorr@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
  3. editor@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ঈমান …….. মোঃ মনির হোসেন 

  • আপডেট সময় শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ৫.৫৩ পিএম
  • ৩০৪ বার পড়া হয়েছে

 ঈমান

মোঃ মনির হোসেন 

পঁচিশ বছর সাধন করি দীশেহারা আমি মনি।চলিতে চলি চোপথের সীমানায়।ব্যাকুল হৃদয়, চিন্তনমন,ধ্যাণের আরশ।পিচের পথ আসিয়া , মনের আশা লয়ে, ছুটি সে পথ, চোখে আসে কর্ম তাপশে সবাই বীভরে, রবের কথা নাই কারো মনমাযে।যদি যাই আমি তাদের কাছে কথা বলি ভাইয়ের সাথে কোথা পাব পথের সূচী।ভাই বলে পাগল হলে,দুরে সর আমারে ছাড়,নাহি এথা আবার ও আসো। ছুটি যে পথ সূচীর আশায়,সূচী মেলে আছে পরে,উলূ যে খায় তার বুক ছিঁড়ে।সূচীর পাতা খুলে দেখি হাজার দমে যাবে নাকি। সাধনের খাতা খুলে দেখি সাত দমে শিখিয়াছি,এ পথ আমারো নাহি।তব ছুটি পিছু তণে ভাই রেগে হাঁসে চোখ তণে।যাই চৌপথে চিন্তোন মনে, আবার ও পথ মিলে গেছে।ইটে গাঁথা মাটির ও বুকে,যাই সে পথ ধরে,বাঘ মামা যে সভা করে। বাঘের কাছে গেলে আমি, সূচীর ও কথা সুনে বাঘে,খমাচায় দুপায়ে হাতে। চলিতে চলি সূচীর ও আশায়, আছে লেখা কস্টিপাথরে,যেতে হবে দশটি দমে।মনবীণায় নাহি মানে, শিখেছি আমি সাত দমে,ভবের মায়া ভবছারী। আবার ও পিছু চলিতে চলি, মাটির আসে প্রাণে। ভেসে আসে ধান ভাঙ্গিয়েছে ঢেকিরে লয়ে। সেথা যে মন টা নিতে থাকে, কথা হয় মাসীমাতে, সূচীর ও কথা মাসী শুনে, তুমি যাও দাদার ও কাছে। ছুটি যে মন দাদার ও পানে,দাদা ঘূমায় মাটির ঘরে।দাদাযে মোর রাখিয়া গেছে, সূচীর ও পাতা বটতলে।আসিবে নাতি সূচীর খোঁজে , লেখা আছে সোজা যাবে, পথের ও মাযে সাঁকো আছে। চলিতে চলি সাঁকো দেখী,একপায়ে দাঁড়িয়ে নাকি। পা নারাখি হাতে ধরি কস্টকরি পারে আসি।খেয়ার ঘাটে তরী আছে, তাঁরিই

পাশে বেবী বসে।জরায়ে ধরে মোর বকখপানে, ছুটিতে যেচাই তার ও কাছে, শোনেনা কথা অশ্রু দিয়ে বুকের ও ব্যাথা শিথিল করে। চোঁখের পানি মুছতে গিয়ে, চোঁখের লালী কালীতে খশে। বুকের ও মাটি কাটী হাতে,দিয়াছি থমোর সাথীর ও হাতে। তবুও সে নাহি ছাড়ে, কাঁদিয়া বলে একেলা ফেলে, যেওনা সাথী আমারে ছেড়ে।হায়নার থাপায় একলা আমি, নিকুঞ্জ বণে একলাই থাকি। খেয়ার ঘাটে দুজনে মিলে,যাই সেথা তরীর কাছে।বলি তরীরে দুজনে মিলে,যাবো ওপারে উঠিতে চাহিযে, তরী না বলে। আমার কোলে একলা আসো নেব ওপারে। সাধন কালে শপথ করি, একলা যাবো ওপারে পাড়ী। সাথীর ও ব্যাথায় শপথ ভূলী,খমা চাই রবেরে নতি। কথা না কয় রব মোরী। প্রিয়া ও চোখের পানি রব দেখি বলিলো কথা ক্ষমা পাবি, করিবি সেবা প্রিয়া খানি। মনের ও সুখে বাসর সাজি, প্রিয়া যে মোর শ্বাসের রোগী। ছুটি বৌদ্ধে প্রিয়া লয়ে, বৈদ্য কয় আমি না পারি। সাধক কাছে গেলে শেষে, সাধক বলে সাত সাগর পাড়ে, মেওয়াজে আছে সেথায় গেলে। খাইলে মেওয়া ভালো হবে। সাথী সে কথা শুনিয়া কহে, আমি বাচি কষ্ট করি। নাহি সেথা যাও একলা ফেলি, বাঁচিবো না আমি তোমারে ছাড়ি। এ কষ্ট বুকে তবুও মানি। মানে না মন প্রিয়ার ও ব্যথা, হঠাৎ করেই দ্রুত জানে বসা। কঠিন পথের পারি হয়ে, মেওয়াজে লয়ে ফিরিয়া এসে। প্রিয়া যে মোর মাটির ঘরে একলা শুয়ে। বুকেরও মাঝে ছুরি মারি রব কহে মোর লাভ নাহি। আবারো চলি গিরি নদ ধরি। একেলা মরি বাগধড়ি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_crimenew87
© All rights reserved © 2015-2021
Site Customized Crimenewsmedia24.Com