ওলে গানার শোলজারের ওপর এক রকম বিরক্তই হয়ে গিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা। ক্লাবটি বাধ্য হয় তাকে বরখাস্ত করে। নিয়ে আসে ‘গেগান প্রেসিংয়ের’ জনক হিসেবে খ্যাত রাফ রাঙ্কনিককে। তাকে নিয়ে বিরক্তিটা আরও উপরের পর্যায়ে, সমর্থকদের জন্য হতে পারে চিন্তার।
নতুন কোচ রাফ রাঙ্কনিকের ওপর নাকি বিরক্ত খোদ ম্যান ইউনাইটেডের খেলোয়াড়রা। এমন খবর দিচ্ছে বিখ্যাত ক্রীড়া সংবাদ মাধ্যম ইএসপিএন। তারা জানাচ্ছে, রাঙ্কনিকের কোচের ধরন নাকি ক্রিশ্চিয়ানো রোনালদোদের কাছে ‘ওল্ড ফ্যাশনেট’ লাগছে।
অনুশীলনের বেশির ভাগ দায়িত্বই নাকি সহকারী ক্রিস আরমাসের ওপর ছেড়ে দিয়েছেন রাঙ্কনিক। কোনো কোনো খেলোয়াড় আবার আরমাসকে মজা করে তুলনা করছেন কাল্পনিক কোচ টেড লাসোর সঙ্গে। একটি টিভি কমেডি শোর চরিত্র টেড।
যুক্তরাষ্ট্রের হয়ে খেলা আরমাস এর আগে কখনোই আমেরিকার বাইরে বড় কোনো দায়িত্বে ছিলেন না। সর্বশেষ টরেন্টো এফসির কোচ হিসেবে কাজ করা আরমাস ১৫ ম্যাচের মাত্র দুটি জেতায় বরখাস্ত হন। জানা গেছে, অনুশীলনেও ১১ বনাম ১১ ধরে রাখেন রাঙ্কনিক। দলের মধ্যে চান সামঞ্জস্য।
নিজের অনুশীলনের ধরনের ব্যাপারে প্রশ্ন করা হলে রাঙ্কনিক বলেন, ‘আমি পত্রিকা পড়ি না, তাই খবরের বিষয়েও জানি না। তবে এই নিশ্চয়তা দিতে পারি গত কয়েক সপ্তাহ ধরে যে ধরনের অনুশীলন হচ্ছে অবশ্যই এটা টেকটিক্যাল।’