গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের গাছা থানার বশুরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-নাসির উদ্দিন (৩৫), মৈরান এলাকার মো. নয়ন (২০) ও গাজীপুরের শ্রীপুর থানার আলিয়া বাড়ির মো. আল আমিন (২৭)।
র্যাব-১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, বুধবার মধ্যরাতে গাজীপুর গাছা থানাধীন বশুরা জামে মসজিদে দক্ষিণ পাশে জনৈক সেলিমের বিক্রিত পরিত্যক্ত বসতবাড়ির ভেতরে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর আসে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় এবং তাদের আটক করা হয়।
লে. কমান্ডার জানান,‘পরে তাদের হেফাজত থেকে একটি স্টিলের চাপাতি, একটি সুইচ গিয়ার, একটি ফোল্ডিং চাকু, নগদ এক হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।’
তাদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ ডাকাতচক্রের সক্রিয় সদস্য। তারা অপরাপর সহযোগিদের যোগসাজশে দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই/ডাকাতি করে আসছে।
এছাড়াও তারা জানায়, অপরিচিত কেউ তাদের এলাকায় নতুন আসলে তাদের গতিবিধি লক্ষ্য করে কৌশলে ছিনতাই/ডাকাতি কার্যক্রম করে এবং তাদের ছিনতাই/ডাকাতির কাজে বাধা দিলে সাধারণ পথচারীদেরকে অস্ত্র দিয়ে আঘাত করে মালামাল লুট করে তারা।