সংগীতশিল্পী জনি খন্দকার গান করছেন ২০১২ সাল থেকে। ন্যানসির সঙ্গে গাওয়া প্রথম গান ‘তুমি আমার শুধু আমার’ দিয়েই এই শিল্পী বেশ পরিচিতি লাভ করেন। এরপর আরও কিছু গানে শোনা গেছে তার কণ্ঠ।
দীর্ঘদিন পর আবারও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনি খন্দকার। তার এবারের গানের শিরোনাম ‘লিখে দেবো’। এটির কথা লিখেছেন অপু দাশ রাজু, সুর করেছেন জনি খন্দকার। সংগীতায়োজনে কেজিএম রাহাত।
গানটিতে গায়কের সঙ্গে ব্যান্ড সদস্য হিসেবে যুক্ত আছেন রাজু, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কেজিএম রাহাত ও শাহবাজ শুভ৷ ক্যামেরায় ছিলেন খান সোহাদ। ভিডিও পরিচালনায় জনি মিউজিক টিম। প্রযোজনায় স্মৃতি ফেরদৌসী। আগামী ৪ ফেব্রুয়ারি বিকেল ৩টায় জনি মিউজিকের ব্যানারে গানটি উন্মুক্ত হবে।