গতকাল শনিবার (২২ জানুয়ারি) রাতে আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। বর অভিনেতা শরিফুল রাজ। পারিবারিক আয়োজনেই সম্পন্ন হয়েছে নায়ক-নায়িকার এই বিয়ে।
এর আগে গত বছরের ১৭ অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। এরইমধ্যে অন্তঃসত্ত্বা হন পরী। এরপর গত ১০ জানুয়ারি একসঙ্গে জোড়া সুখবর দেন তারা। পরীর মতে, সেটি ছিল অনেকটা পুতুল বিয়ের মতো। তাই এবার দুই পরিবারের উপস্থিতিতে আয়োজন করেই সারা হলো বিয়ে।
সেলিম বলেন, ‘পরীমণি ও রাজের বিয়ের দেনমোহর কত হবে তা নিয়ে দুই পরিবারের মধ্যে কথা হচ্ছিল। দুই পক্ষের কেউ আসলে দেনমোহরের চাপে থাকতে চায়নি। কনেই (পরীমণি) সিদ্ধান্ত নিয়ে জানান তার বিয়ের দেনমোহর হবে ১০১ টাকা। শেষ পর্যন্ত ১০১ টাকাতেই সবাই সম্মতি দেন।’
গত বছর গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়েই পরীমণি ও রাজের প্রথম দেখা। তারা ঢাকা পোস্টকে জানিয়েছিলেন, সিনেমাটির একটি মিটিংয়ে দুজনের পরিচয়। সেখানে সিনেমাটি নিয়ে নানা আলাপচারিতা ও রিহার্সালের মাঝেই একে অপরকে ভালো করেন দেখেন। আর তখনই ভালোলাগা তৈরি হয়। দ্রুত দুজন দুজনকে মনের কথা জানান। সাত দিনের প্রেমের মধ্যেই করে ফেলেন বিয়ে। এর দুই মাসের মাথাতেই নেন বাচ্চা। অবশেষে নতুন মানুষকে সাথে নিয়েই সেই বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন তারা।
ইতোমধ্যে অনাগত সন্তানের নামও ঠিক করে ফেলেছেন পরীমণি। তিনি জানিয়েছেন, মেয়ে হলে তার নাম রাখবেন রানী এবং ছেলে হলে নাম রাখবেন রাজ্য।