মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বিশ্ব ইজতেমা ময়দানে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন নিহত

  • আপডেট সময় বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ২.২২ পিএম
  • ১১৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর বিশ্ব ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, ইজতেমা ময়দানের প্রবেশপথ টঙ্গী মুন্নু টেক্সটাইল মিল গেট ও কামারপাড়া মোড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এছাড়া টঙ্গীর স্টেশন রোড, বাটা গেট এলাকাতেও রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ।

ময়দান ঘুরে দেখা গেছে, বিদেশি নিবাসের কাছে সাদ সমর্থিত মুসল্লিরা অবস্থান করছেন। তারা মূলত এসেছেন পাঁচ দিনের জোড় ইজতেমায় অংশ নিতে। তাদের হাতে লম্বা বাঁশের লাঠি রয়েছে। তারা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তবে ময়দানের আশপাশে জুবায়েরপন্থিদের তেমন তৎপরতা দেখা যায়নি।

দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় জুবায়েরপন্থিরা জড়ো হওয়ার চেষ্টা করলে ময়দানে অবস্থানরত সাদ সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে আসেন। তারা জুবায়েরপন্থিদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেন।

এসময় জুবায়েরপন্থিদের কয়েকজন মুসল্লি আহত হন। তাদের টঙ্গী শহীদ আহসানুল্লাহ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহতরা হলেন- শামীম আহমেদ (৪০), ডালিম (৭০), মাসুদ (২১) ও জহিরুল ইসলাম (২৯)।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানান, ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

এর আগে বিশ্ব ইজতেমা ময়দানে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন নিহত হন। তারা হলেন- বাচ্চু মিয়া (৭০), তাইজুল (৬৫) ও বেলাল (৬০)। নিহতরা সবাই তাবলিগ জামাতের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com