২০২০ সালের মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের পর জাতীয় দলের বাইরে আছেন মাশরাফি বিন মুর্জতা। প্রতিযোগিতামূলক ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি দেখা যায় না তাকে। সবশেষ মাঠে নেমেছেন ২০২০ সালে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। দীর্ঘদিন পর আবার বাইশ গজে ফেরার অপেক্ষায় জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছেন মিনিস্টার গ্রুপ ঢাকায়।
ওজন কমিয়ে ঝরঝরে মাশরাফি। ফিট থাকলে তাকে দেখা যাবে বিপিএলের প্রতি ম্যাচেই। এমনটি জানিয়েছেন ঢাকার প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। সোমবার দলটির জার্সি উন্মোচন অনুষ্ঠানে মাশরাফিকে নিয়ে সংশয় উড়িয়ে দিলেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শিরোপাজরী কোচ।
বাবুল বলছিলেন, ‘যে যত বড় খেলোয়াড় হোক তাকে ফিট থাকতে হবে। ফিট না হলে খেলতে পারবে না। প্রথমত আমরা দেখব সে ফিট আছে কি না। মাশরাফি কিন্তু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও পরের দিকে এসে ম্যাচ জিতিয়েছে, শুরুতে খেলেনি। এবার বিপিএল খেলার জন্য সে প্রায় ১০ কেজি ওজন কমিয়েছে। তার প্রস্তুতি ওরকম ছিল। আমার মনে হয় মাশরাফি ইজ মাশরাফি।’
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খুলনার কোচ ছিলেন বাবুল। দলটিতে একই সঙ্গে পান সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মাশরাফিকে। এবার বিপিএলে সাকিবের জায়গায় তামিম ইকবালকে দলে পেয়েছেন বাবুল। সব মিলিয়ে নিজেদের দল নিয়ে দারুণ আশাবাদী বাবুল।
বললেন, ‘গত বছরও এরকমই ছিল। এ বছর তামিম এসেছে (সাকিব অন্য দলে)। ছোটবেলা থেকে তামিমকে আমি কোচিং করাই। গত ডিপিএলে আমার অধীনে খেলেছে। তামিমের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি আমি। গত বছরও উপভোগ করেছি, এবার আরও বেশি উপভোগ করব আশা করি।’
যোগ করেন বাবুল, ‘সব মিলিয়ে আমার দল ভালো। অভিজ্ঞতার কারণে আমার দলকে এগিয়ে রাখব। এটাই আমাদের শক্তির মূল জায়গা। টি-টোয়েন্টি অভিজ্ঞদের খেলা। বিপদে অভিজ্ঞরাই এগিয়ে থাকে। আমাদের বেশিরভাগই অভিজ্ঞ খেলোয়াড়। খুব ভালো একটা কম্বিনেশন আমাদের আছে। ইনশাআল্লাহ আমরা ভালো করব।’