সিএনএম প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. রুবেল (২৮) নামে একজনকে ১৮৩ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব।
শুক্রবার (২১ মে) রাত ৮টায় র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে আটক করা হয় রুবেলকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুবেল ঢাকা ও এর আশপাশের এলাকায় কিছুদিন ধরে ইয়াবা কেনাবেচা ও সরবরাহ করে আসছিলেন। মাদক কেনাবেচা করাই তার পেশা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।