আরমান বাদল
রাজধানী পুরান ঢাকার ইসলামপুর নবাববাড়ি পুকুরপাড়স্থ এলাকায় অসহায় ও দারিদ্র্য পরিবারকে ঈদ উপহার বিতরণ দিয়েছে পুরান ঢাকার পেশাদার সাংবাদিক সংগঠন ‘পুরান ঢাকা সাংবাদিক ফোরাম’।
শনিবার (২৯ মার্চ) দুপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অসহায়-দরিদ্র পরিবারের মাঝে সেমাই, চিনি, দুধ, পোলাও চাল, মুরগী, আলু, পিয়াজ, তেল এবং পুরুষদের জন্য লুঙ্গি তুলে দেন সংগঠনের সদস্যরা।
সভাপতি মো. জাফরুল আলম, সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক মাহমুদ সালেহীন, যুগ্ম সম্পাদক মুস্তাকিম নিবিড়, সাংগঠনিক সম্পাদক নার্গিস আক্তার জুই, কোষাধ্যক্ষ সুমন দত্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল হক পাভেল, কল্যাণ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান কুতুব প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পুরান ঢাকা সাংবাদিক ফোরাম তাদের নিজস্ব অর্থায়নে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও সাংবাদিক নির্যাতন, মানববন্ধন সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছেন