নাজমুল ইসলামঃ
রাজধানীর যাত্রাবাড়ীতে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ২টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
শনিবার (১০ এপ্রিল) সকালে ও বিকালে যাত্রাবাড়ী থানা এলাকায় পৃথক দুইটি অভিযান চালিয়ে ৬ হাজার ২৫০ পিস ইয়াবা ও ২০ কেজি গাঁজাসহ ৫ জনকে গ্রেফতার করে র্যাব-২।
গ্রেফতারকৃতরা হল- নুরুল আলম (৫২), জসিম উদ্দিন আহম্মেদ (৩৫), হেলাল (২৭), শাহ্ জালাল (২২), রাজিব তালুকদার (২৯)।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ মাদক চালানটি আটক করার জন্য গোয়েন্দা নজরদারি শুরু করে এবং চালানটির গতিবিধি অনুসরণ করতে থাকে। শনিবার সকালে যাত্রাবাড়ী থানাধীন দক্ষিন কাজলা উত্তর দনিয়া বিশ্ব রোডে চেকপোষ্ট স্থাপন করে ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরষ্পর যোগসাজোসে দীর্ঘ দিনযাবৎ ইয়াবা ঢাকার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল।
র্যাব-২ এর অন্য একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সীমান্তবর্তী এলাকা থেকে কাভার্ড ভ্যানে করে গাঁজার একটি চালান নিয়ে চট্টগ্রাম বিশ্ব রোড হয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার আসছে । এমন সংবাদে শনিবার বিকালে যাত্রাবাড়ীর দক্ষিনকজলা উত্তর দনিয়া বিশ্ব রোডে চেকপোষ্ট স্থাপন করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থামিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ৩ জনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরষ্পর যোগসাজোসে দীর্ঘ দিনযাবৎ গাঁজা ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল।