📖 কবিতা- #ভালোবাসার_নকশিকাঁথা
🖋️__লেখনীতে- #জাহাঙ্গীর_বারী
ডুব দাও তুমি আমার হৃদ গভীরে,
তুমি থাকবে সদা আমার নীড়ে।
ভালোবাসার নকশিকাঁথা মুড়ে,
রাখবো তোমায় ঘিরে।
আলিঙ্গনের উষ্ণ আদরে,
রাখবো জড়িয়ে বুকের চাদরে।
অনাবিল ভালোবাসার মুগ্ধতায়,
লুকিয়ে আছো তুমি আমার হিয়ায়।
তোমাকে এক পলক দেখার তরে,
উঠে ঝড় এই অন্তরে।
মায়াবতী তুমি মায়াবিনী,
তুমি যে হবে আমার অর্ধাঙ্গিনী।
হাস্যোজ্জ্বল আননের সেই হাসি,
নয়নে ভাসে দিবানিশি।
শয়ন স্বপন কিংবা জাগরণ,
সবকিছুতেই হয় তোমার আগমন।
তুমি আসো ভালোবাসার বারতা নিয়ে,
আমিও রেখেছি তোমায় নিগূঢ় মায়া দিয়ে।
তোমার আমার ভালোবাসার শতদল,
সরোবরে ফুটছে অবিরল।
তোমায় ভালেবাসি ভীষণ রকম,
ভালোবাসার প্রাচুর্য নয় তো কম।
ধ্বনি প্রতিধ্বনিতে বলব ভালোবাসি,
চারদিক ছড়িয়ে দেবো ফুল রাশি রাশি।
#বারী_ও_নীল_কাব্য