কবিতা- অচেনা পান্থজন
লেখনীতে- জাহাঙ্গীর বারী
নির্জনতার ঘুম ভাঙাতে এলো না কেউ,
নির্জনতা ঘুমিয়ে রইল আগের মতো সেই।
নির্জন নীরব নিথর শহরের কালো পিচঢালা
পথে হেঁটে চলেছি একাকী।
কখনো দাঁড়িয়ে থেকেছি ল্যাম্পপোস্টের তলে
ঐ দূর আকাশ পানে।
দেখেছি মিটিমিটি তারার জ্বলজ্বলে ছবি।
আর দেখেছি রূপালি চাঁদের কলঙ্কের দাগ।
আমি অচেনা পান্থজন হয়ে ছুটেছি তার শহরের
প্রতি মোড় থেকে মোড়ে।
পাইনি তার খোঁজ,
তার শহরে সে নিজেই নিখোঁজ।
আমি উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছি নিয়নের
মৃদু আলো ভরা তার শহরে।
সেই শহরের অট্টালিকার জানালার ফাঁকে ফাঁকে
চাঁদ তারা দিয়ে যায় উঁকি।
আমি ছুটেছি একাকী তবে আমার পাশাপাশি
ছুটছে বুঝি চাঁদ তারা।
যে নিজের শহরে হয়ে যায় নিখোঁজ,
তার খোঁজ আদৌ পাবে না আমার মন।
তবে কেন ছুটছি,কিসের মোহের টানে?
ইন্দ্রজালিক আবেশ আমায় ছুটে নিয়ে যায়
তার শহরে।
ঐ তো ভোর হয়ে আসছে,
পূর্বাকাশ রক্তিম আভায় পরিপূর্ণ হচ্ছে।
আমিও ফিরে যাচ্ছি অজানা গন্তব্যে
অচেনা পান্থজন হয়ে।
#বারী_ও_নীল_কাব্য