প্রেম ও যুদ্ধ
শাহনাজ পারভীন মিতা
প্রেম ও যুদ্ধ
জীবন শুধুই অবরুদ্ধ
মানে না কোনো নিয়ম নীতি
শুধু মিসাইল ও কাব্যগীতি॥
কখনও শুধুই দখলের পায়তারা
মনের গহ্বরে অবিরাম সুরের ধারা,
কখনও হয় যুদ্ধ বিরতি
একদিন দুদিন বা কিছুসময়।
প্রেম এক ঝর্নার গীতি
রাত গভীরে একাকী নিভৃতময়।
গাজায় অবিরাম বন্দী বিনিময় শর্তে
কত সংসার ,শিশু ,অকালে ঝরে মর্তে,
ভেসে যায় ভুমধ্যসাগরের তীরে রক্তের স্রোত
বাতাসে বারুদের গন্ধ বিপন্ন মনুষ্যত্ব।
প্রেম ভেঙ্গে যায় ভাঙ্গে গহীন মন
হৃদয় ভেসে যায় অবিরাম রক্তক্ষরণ,
তবুও থামে না যুদ্ধ ,মিথ্যা শান্তিচুক্তি
বিচ্ছেদ বেদনার মত শুধুই বিবেক মুক্তি।