কবিতা- ভেঙ্গে দাও
লেখনীতে- জাহাঙ্গীর বারী
ভেঙে দাও গুড়িয়ে দাও
সম্পর্কের কাঁচের দেয়াল।
ভেঙে দাও অক্টোপাসের মতো
জড়িয়ে থাকা অথর্বের দেয়াল।
ভেঙে দাও লাঞ্ছিত মানবের
দ্বিধাদ্বন্দের দেয়াল।
ভেঙে দাও লতা গুল্মের আকর্ষি
হয়ে বেঁচে থাকার তাগিদ।
ভেঙে দাও ভাব আদান প্রদানের
বাগযন্ত্রের পরাধীনতার শৃঙ্খল।
ভেঙে দাও ব্যথিত জনের
আক্ষেপের দেয়াল।
নিভিয়ে দাও কারো গাত্রদাহ রোষানলের
অনল।
পারবে কি গুড়িয়ে দিতে ক্ষারিত জনের
অপবাদের কলঙ্ক?
গুড়িয়ে দাও অঞ্জন দত্তের বেলা বোসের
প্রণয়ের প্রতীক্ষার প্রহর।
মুছে দিতে পারবে কি কোনো কিছু না
পাওয়া আক্ষেপের আকুলতার জল?
ভেঙে দাও তোমার আমার বিবাদের
কুচক্রীজনের কৌশলের কলকাঠি।
ভেঙে দাও নির্বোধ মানবের আগুয়ান
হওয়ার কণ্টকাকীর্ণ পথের বাধা।
ভেঙে দাও গুড়িয়ে দাও চুরমার করে দাও
ঘৃনার হাড্ডিসার কঙ্কালটাকে।
পারবে কি সাম্যের গান গেয়ে সমাজটাকে
একীভূত করতে?