💝💝💝💝 #অপরূপা_উর্বশী 💝💝💝💝
💙💙💙💙 #জাহাঙ্গীর_বারী 💙💙💙💙
পূর্ণিমার শশী,আজ বড়ো দস্যি,
জোছনা ছড়ায় বেশি বেশি।
রূপালি জোছনায়,রাতের মায়ায়,
জোছনা খুঁজি তোমার কায়ায়।
নিশুতি রাতে,হাসনাহেনার সাথে,
সৌরভ খুঁজি আমি তোমাতে।
দুলে মন,শুধু অকারণ,
ভালোবাসার নিগূঢ় আলোড়ন।
মনের মুকুরে,দেখি তোমারে,
প্রতিক্ষণ প্রতিবার এবং বারে বারে।
অপরূপা উর্বশী, লজ্জায় শশী,
লুকায় শশী কলন্কে দোষী।
বারতা খেলে,শনশন অনিলে,
ডুব দেয় মনের ঝিলে।
তোমাকে চাই,বুকেতে দেবো ঠাঁই,
বুকের আলিঙ্গনে রাখবো তোমায় তাই।
ভালোবাসার ভিড়ে, রাখবো ঘিরে,
রাখবো তোমায় সুখের নীড়ে।
করেছি পণ,রাখবো সারা জীবন,
অটুট রাখবো ভালোবাসার বাঁধন।
তোমায় ছেড়ে, যাবো না দূরে,
কাছাকাছি থাকবে তোমার অন্তরে।
নিরালায় নির্জন, হারাব দু’জন,
ঐ দূরের শনশন ঝাউবন।
#বারী_ও_নীল_কাব্য