শতবর্ষজীবী_ভালোবাসা
জাহাঙ্গীর_বারী
তুমি যে আমার ভালোবাসার মায়া,
তোমার মাঝে খুঁজে পাই ভালো লাগার ছায়া।
তোমার লাগি সদা মন থাকে উচাটনে,
তুমি সদা,জাগ্রত আমার হৃদয় কোণে।
কত কথার মালায় লিখি কবিতা,
তুমিহীন উপমায় ব্যর্থ সবই তা।
ভালো লাগে ভালোবাসি ভীষণ,
তোমাতেই জড়িয়ে কাটাতে চাই জীবন।
তুমি আমার সন্ধ্যা মালতী হাসনা হেনা,
তোমার সুগন্ধি মনের ঘরে দেয় হানা।
স্বপনে তো তুমি জাগরণেও তুমি,
সবখানেই তোমার মুখচ্ছবি দেখি আমি।
তোমার ভাবনার খোঁয়াড়ে আমার নিত্য পায়চারি,
তোমায় এক পলক না দেখিলে মন করে আহাজারি।
অষ্ট প্রহর জুড়ে তুমি আছো ভাবনায়,
তুমিহীন আমি থাকি যে অসাড়তায়।
উষ্ণ আলিঙ্গনে রাখবো তোমায় জড়িয়ে,
যেয়ো নাকো কোথাও তুমি হারিয়ে।
চাই না তোমায় হারাতে,
চাই না থাকতে তফাতে।
থাকব তোমার পাশাপাশি রইব কাছাকাছি,
আমি যে তোমাতেই বাঁচি।
মান অভিমানে থেকো না দূরে,
ভালোবাসার আবেশে থেকো এই অন্তরে।
চোখের আরশি হয়ে থাকবে সারাক্ষণ,
তোমায় ঘিরে আমার সব আয়োজন।
শতবর্ষজীবী ভালোবাসা দেবো আমি তোমায়,
সেই ভালোবাসার বাঁধনে থাকবো দুজন নিগূঢ় মায়ায়।