হারিয়ে যেতে চাই
জাহাঙ্গীর বারী
হারিয়ে যেতে চাই শকুন্তলা নাটকের দুষ্মন্ত রূপে
সেই তপোবনে।
আমি গভীরভাবে হারাতে চাই কেওক্রাডং পাহাড়ের
পাদদেশে
কিংবা নীলাচলের পাদদেশে অথবা কোনো
হিমগিরির গহ্বরে।
আমি হারিয়ে যাই সমতট কিংবা চট্টলায়
অথবা পতেঙ্গার বালুকাবেলায়।
হারিয়ে যেতে চাই কর্ণফুলী টানেলের গভীর তলদেশে
কিংবা বেতার কেন্দ্রের আশেপাশে।
বেতার তরঙ্গের কম্পিত তরঙ্গে প্রকম্পিত হিয়ায়,
তরঙ্গ হয়ে হারিয়ে যেতে চাই তার কর্ণকুহরে।
হারিয়ে যেতে চাই কোনো সেতু স্তম্ভের তলে
গভীর আকৃষ্টতায়।
আমি হারাবো কক্সবাজারে নবনির্মিত ঝিনুক
ফোয়ারার ক্ষীণ জলধারায়।
আমি হারাবো তার উষ্ণ বক্ষের গভীর মমতায়।
আমি হারাতে চাই প্রাচীনে কোনো জনপদে।
আমি হারাবো সভ্যতার বিবর্তনের ধারায়।
আমি হারাতে চাই চন্দ্রপৃষ্ঠের অম্লজানহীন
কোনো প্রান্তরে।
নৈঋত হতে ঈশানকোণে হারাবো কোনো ধাবমান
অনিলের প্রলয় রূপে।
আমি হারাবো তার ধ্রুপদী নৃত্যের অঙ্গ ভঙ্গিমায়।
হারাতে চাই তার আমার প্রণয়ের ক্ষীণতর লগনে।